ফাইল ছবি
নারায়ণগঞ্জের খানপুরে ৩শ শয্যা হাসপাতালের সামনে অবস্থিত মিথিলা ফার্মেসী অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১ টা ১৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। রাত পৌনে ২ টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
জানা যায়, মিথিলা ফার্মেসীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে পুড়ে গেছে মিথিলা ফার্মেসী ও ফার্মেসীর মালামাল।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন লাগার খবরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।