ফাইল ছবি
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফির ইনচার্জ এর সাথে সাক্ষাৎ করেন।
রবিবার (২২ ডিসেম্বর) শহরে ছিনতাই, চাঁদাবাজী ও দখলদারীর বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন মাসুম বিল্লাহ ও ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের নেতৃবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সভাপতি, আলহাজ্ব আ. সোবহান তালুকদার, সেক্রেটারি আ. রহমান রোমান প্রধান, ছাত্র ও যুব বি. সম্পাদক মোস্তফা সরকার, ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ শহর শাখার সভাপতি গাজী মুহা. তারেক হাসান প্রমুখ।
সাক্ষাত শেষে, মুফতি মাসুম বিল্লাহ দায়িত্বশীলদের নিয়ে শহরের বিভিন্ন এলাকায় ও ব্যবসায়ীদের সাথে সাক্ষাত ও গণসংযোগ করেন। ছিনতাই ও চাঁদাবাজির ব্যাপারে সজাগ থাকার পরামর্শ দেন এবং যেকোন সময়ে সহযোগিতার প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।