ফাইল ছবি
মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ প্রশাসনের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সিদ্ধিরগঞ্জ দক্ষিণ সাংগঠনিক থানার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) বাদ এশা বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী সিদ্ধিরগঞ্জ দক্ষিণ সাংগঠনিক থানার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ কালে উপস্থিত ছিলেন এডিশনাল এসপি মোঃ সোহান এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ শাহিন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এডিশনাল এস,পি মোঃ সোহান উপস্থিত নেতৃবৃন্দ ও সবার উদ্দেশ্যে বলেন,কোন অপরাধী যাতে অপরাধ করতে না পারে, কোন সন্ত্রাসী যাতে চাঁদাবাজি করতে না পারে, কোন মাদক ব্যবসায়ী যাতে এলাকায় মাদক বিক্রি করতে না পারে।যারা এই সমস্ত কাজের সাথে জড়িত আছে তাদেরকে নির্মূল করতে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। তিনি উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে আরও বলেন,আমরা সবাই মিলে ২০২৪ এ শহীদদের রক্তের বিনিময়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।এক্ষেত্রে আপনারা সহ সবার সহযোগিতা প্রয়োজন।
এসময় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রতিনিধি দলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন। এসময় আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানার আমীর আলহাজ্ব কফিল আহম্মেদ। নায়েবে আমির জনাব মোল্লা আব্দুল গফুর, সেক্রেটারি সাদ আহমদ। সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানার আমীর মাহবুব আলম, সেক্রেটারি হাবিবুর রহমান। সিদ্ধিরগঞ্জ উত্তর থানার আমির মাওলানা মোস্তফা কামাল, সিদ্ধিরগঞ্জ পূর্ব থানার সেক্রেটারি জনাব মোঃ শহিদ। প্রতিনিধি দলে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরাও উপস্থিত ছিলেন।