বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১০ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

যে বিষয়ে তদন্তের পর না.গঞ্জ জেলা বিএনপির কমিটি বাতিলের সুপারিশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩৬, ২৪ ডিসেম্বর ২০২৪

যে বিষয়ে তদন্তের পর না.গঞ্জ জেলা বিএনপির কমিটি বাতিলের সুপারিশ

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্র। সুনির্দিষ্ট অভিযোগের ব্যাপারে তদন্ত শেষে এ সংক্রান্ত কমিটি কেন্দ্রের কাছে কমিটি বাতিলের সুপারিশ করলে কেন্দ্র কমিটি বাতিল করেছে। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কমিটি বাতিল করে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে দলের কেন্দ্র। এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই বিজ্ঞপ্তিতে দ্রুততম সময়ের মধ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

এদিকে একটি সূত্র জানায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেড নিয়ে সৃষ্ট জটিলতা নিয়ে জেলা বিএনপির সাথে মহানগর ছাত্রদলের একটি সমস্যা সৃষ্টি হয়েছিল। সেই সমস্যা শেষপর্যন্ত কেন্দ্র পর্যন্ত গড়ায়। এ ঘটনায় তদন্তের জন্য দল থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খানকে তদন্ত কমিটির দায়িত্ব দেয়া হয়। তিনি মহানগর যুবদলের নেতাদের ডেকে ও সংশ্লিষ্টদের ডেকে এ ব্যাপারে বক্তব্য শোনেন এবং প্রতিবেদন দেন। 

এ ছাড়াও আরো কিছু অভিযোগের বিষয়ে তদন্ত হলে পরে তদন্ত কমিটি জেলা বিএনপির কমিটি ভেঙে দিতে সুপারিশ করে।