মিছিল
নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্তের খবর ফতুল্লা থানা বিএনপির একাংশ মিষ্টি বিতরণ করেছে। এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে মিশ্রু প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এর আগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্র। সুনির্দিষ্ট অভিযোগের ব্যাপারে তদন্ত শেষে এ সংক্রান্ত কমিটি কেন্দ্রের কাছে কমিটি বাতিলের সুপারিশ করলে কেন্দ্র কমিটি বাতিল করেছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কমিটি বাতিল করে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে দলের কেন্দ্র। এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই বিজ্ঞপ্তিতে দ্রুততম সময়ের মধ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
এদিকে কমিটি বিলুপ্তের খবরের পর ফতুল্লা থানা বিএনপির একাংশের নেতাকর্মীদের মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। এ নিয়ে নেতাকর্মীরা পক্ষে বিপক্ষে নানা মন্তব্য করছেন।
অপরদিকে কমিটি বিলুপ্তের খবরে সিদ্ধিরগঞ্জে মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন আনন্দ মিছিল করেছেন।
এসব ঘটনায় শুধু বিএনপির ভেতরে নয় বাইরে নানা মন্তব্য ঘুরছে।