বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১০ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

গরু ছাগল তো পরে, মানুষের চিকিৎসা ব্যবস্থাই তারা রাখেনি : দিপু ভূঁইয়া

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০৭, ২৪ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২২:৩৩, ২৪ ডিসেম্বর ২০২৪

গরু ছাগল তো পরে, মানুষের চিকিৎসা ব্যবস্থাই তারা রাখেনি : দিপু ভূঁইয়া

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, বিএনপির আমলে সবসময় আপনারা কৃষকদের পণ্য ন্যায্য দামে কিনতে পেরেছেন। কৃষি সবচেয়ে বড় শিল্প। আমরা ৮০ শতাংশ কৃষকের উপর নির্ভরশীল। তাই তারেক রহমানের নির্দেশ টাকা দিতে না পারলেও ফ্রীতে তাদের কীটনাশক দেয়া হবে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দাউদপুর ইউনিয়ন বিএনপির তিনটি ওয়ার্ডে উঠান বৈঠকে ৩১ দফা নিয়ে জনগনের জিজ্ঞাসায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরো বলেন, কীটনাশক, গোখাদ্যসহ সকল কৃষিপণ্যের দাম তিনগুণ বেড়ে গেছে। বিগত সতেরো বছরে এমন কোন জায়গা নেই যেখানে করাপশন ঢুকেনি। আপনি তিনগুণ দাম দিয়ে কিনেও সেটা অরিজিনাল ঔষধ কীনা তা জানতেন না। 

তিনি বলেন, যাদের গরু ছাগল আছে তাদের চিকিৎসার কথা আপনারা বলেছেন। গরু ছাগল বাদ দিন৷ মানুষের চিকিৎসার ব্যাবস্থাই তারা রাখেনি। বিগত ১৭ বছরে এ দেশকে শেষ করতে যা যা করা দরকার তারা তা করেছে।