বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

টঙ্গী ইজতেমায় হামলা করে হত্যাকান্ড প্রতিবাদে সোনারগাঁয়ে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:২৯, ২৫ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৬:৩৪, ২৫ ডিসেম্বর ২০২৪

টঙ্গী ইজতেমায় হামলা করে হত্যাকান্ড প্রতিবাদে সোনারগাঁয়ে বিক্ষোভ

বিক্ষোভ মিছিল

টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে মুসল্লীদের ওপর সাদপন্থীদের বর্বরোচিত হামলায় নিহত ও আহতের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ কর্মসূচী পালন করা হয়। 

বুধবার বেলা ১১ টায় উলামা মাশায়েখ, তাবলীগ সাথী ও তাওহীদী জনতা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।

সোনারগাঁও ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মহিউদ্দিন খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন  মাওলানা উবায়দুল কাদের নদভী, মাওলানা সাদিকুর রহমান , মুফতী মুহাম্মাদ সাইদুর রহমান, মুফতি আবু বকর কাশেমী, মাওলানা জহিরুল ইসলাম ফারুকী, মাওলানা আব্দুল দাইয়ান, মাওলানা কামাল হোসেন প্রমুখ। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রদক্ষিন করে।  

সমাবেশে বক্তারা বলেন, মানুষের মধ্যে মতের অমিল, ভিন্নমত, সংগ্রাম ও বিরোধিতা থাকতে পারে। কিন্তু মানুষ হয়ে মানুষকে হত্যা করা যায় না। আমরা এ হত্যাকারীদের বিচার চাই। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করেন। 

সাদপন্থীদের উদ্দেশ্যে বক্তারা আরো বলেন, আপনাদের স্পষ্ট করে বলতে চাই আপনারা আমাদেরকে যুবায়ের পন্থী বলবেন না। আমরা যুবায়ের পন্থী নই, আমরা হলাম হক পন্থী। আমাদের যুবায়ের পন্থী অ্যাখ্যা দিয়ে উল্টাপাল্টা বক্তব্য দিবেন না। ৫ আগস্টের পর আমরা সোনারগাঁওকে শান্ত রেখেছি। দেশের জন্য আমরা মাঠে ছিলাম এবং থাকবো।