বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বড় দিনের অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের নেতাকর্মী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:২৫, ২৫ ডিসেম্বর ২০২৪

বড় দিনের অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের নেতাকর্মী

বড়দিন অনুষ্ঠান পরিদর্শনে গির্জায় মাসুম বিল্লাহ

খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন অনুষ্ঠান পরিদর্শনে গির্জায় যান ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ সহ নেতৃবৃন্দ।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টায় সাধু পৌলের গির্জার ফাদার পিন্টু পলিকাপ পিউরিফিকেশন এর সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন মুফতি মাসুম বিল্লাহ ও নেতৃবৃন্দ।

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সু-সম্পর্ক উন্নয়নের  আলোচনায় মুফতি মাসুম বিল্লাহ বলেন, আমরা সকলে মিলে একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। যেখানে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। মানুষ হিসেবে মানুষের অধিকার পাবে। কোন সাম্প্রদায়িক দাঙ্গা আমরা চাই না।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন মহানগর সেক্রেটারি সুলতান মাহমুদ,সহ-সভাপতি নূর হোসেন, সহ-সভাপতি মাওলানা হাবিবুল্লাহ হাবিব সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম প্রমুখ।