রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সরাসরি গুলি ছোড়ার ছবি ভিডিও থাকলেও গ্রেপ্তার হয়নি কোন আ.লীগ ছাত্রলীগ নেতা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:০৮, ২৮ ডিসেম্বর ২০২৪

সরাসরি গুলি ছোড়ার ছবি ভিডিও থাকলেও গ্রেপ্তার হয়নি কোন আ.লীগ ছাত্রলীগ নেতা

ফাইল ছবি

নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর গুলি চালানো আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সকলেই অধরা। অস্ত্র সহ এসকল হামলাকারী ছবি, ভিডিও থাকলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ছাত্র হত্যাকারী এসকল ঘাতকের অনেকেই দেশ ত্যাগ করেছেন বলে জানা গেছে। তবে এখনও তাদের অনেকেই দেশে রয়েছেন। এমনকি নারায়ণগঞ্জেও তাদের অনেককেই দেখা গেছে বিভিন্ন সময়।

নারায়ণগঞ্জে আন্দোলন চলাকালীন সময়ে ছাত্রদের ওপর হামলায় নেতৃত্ব দেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ। পাঁচ আগষ্টের পর রিয়াদ দেশ ত্যাগ করলেও তার অনুসারীরা এখন দেশেই আছেন। আন্দোলনে গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্র নিয়ে চাষাঢ়া ও কলেজ রোড এলাকায় ছাত্রদের ওপর হামলা চালানো অনেকেরই ছবি ও ভিডিও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এদের অনেকে এখনও শহরে অবস্থান করলেও তাদের গ্রেপ্তারে অভিযান চালাতে দেখা যায়নি প্রশাসনকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এসকল নেতাকর্মীরা সক্রিয় রয়েছেন। তাদের বেশিরভাগই নারায়ণগঞ্জে আছেন। ফেসবুকে এখনও প্রতিনিয়ত নানা রকমের হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন তারা।

নারায়ণগঞ্জে ছাত্র হত্যায় অভিযুক্ত আরেক ছাত্রলীগ নেতা আহমেদ কাউসারও বিদেশে পালিয়ে গেছেন বলে জানা গেছে। তবে দেশেই আছে তার বিশাল কর্মী বাহিনী। আন্দোলন চলাকালীন সময়ে এদের নিয়েই ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন কাউসার। সেসময়কার অনেক ছবি ও ভিডিওতে কাউসার ও তার সহযোগীদের আক্রমণ করতে দেখা গেছে।  সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় তারা। তবে এখনও এদের কাউকে শনাক্ত করে গ্রেপ্তার করেনি পুলিশ।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্রাট বর্তমানে বিদেশে আছেন। তবে হামলায় অংশ নেয়া তার অনেক কর্মী এখনও শহরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

ছাত্র জনতার উপর গুলি চালানো আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু ওরফে ডিশ বাবু বর্তমানে দেশেই আছেন। মুন্সিগঞ্জে নিজের এক আত্মীয়ের বাড়িতে আছেন বাবু। আন্দোলন চলাকালীন সময়ে নিজের ছেলে ও সন্ত্রাসী বাহিনী নিইয়ে মাঠে দেখা গেছে বাবুকে। প্রকাশ্যে অস্ত্রহাতে চালিয়েছেন গুলিও। তবে এখনও বাবুকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মুন্সিগঞ্জ থেকেই নারায়ণগঞ্জে তার অপরাধ সম্রাজ্যকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন বাবু।