শ্রমিক হত্যার বিচারের দাবিতে কর্মবিরতি
নারায়ণগঞ্জে যাত্রীবাহী নৌযান চলাচল স্বাভাবিক থাকলেও পন্যবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে।
শনিবার (২৮ ডিসেম্বর) জাহাজে শ্রমিক হত্যার বিচারের দাবিতে এ অচলাবস্থা চলছে বলে জানা গেছে।
বিআইডব্লিউটিএ এর উপ পরিদর্শক (নৌ-নিট্রা বিভাগ) নাহিদ জানান, কোন কর্মবিরতি বা ধর্মঘট নেই। নৌ চলাচল স্বাভাবিক আছে। পন্যবাহী নৌযান চলাচল বন্ধ আছে। এটা বন্ধ থাকলে রাষ্ট্রীয়ভাবে সমস্যা। এতে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ বন্ধ আছে।