রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রুপগঞ্জে ভোলাব ইউনিয়ন যুবদলের লিফলেট বিতরণ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩৩, ২৮ ডিসেম্বর ২০২৪

রুপগঞ্জে ভোলাব ইউনিয়ন যুবদলের লিফলেট বিতরণ 

লিফলেট বিতরণ 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১দফা নিয়ে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছে রুপগঞ্জের ভোলাব ইউনিয়ন যুবদল। 

শনিবার ২৮ ডিসেম্বর রুপগঞ্জের ভোলাব ইউনিয়নের আতলাপুর বাজার সহ বিভিন্ন এলাকায় এ প্রচারণা চালানো হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের নির্দেশনায় ও রুপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোঃ মাসুমের সার্বিক ব্যবস্থাপনায় ভোলাব ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সেলিম মোল্লা এবং ভোলাব ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদিক রাজু আহমেদ'র নেতৃত্বে এই প্রচারণা চালানো হয়।

এ সময় নেতৃবৃন্দ বলেন জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামোর ৩১দফা ঘোষণা করেছেন তা জনগণের মাঝে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের নেতাকর্মীদের। 

এসময় আরও উপস্থিত ছিলেন নাহিদুল হক সানি, কাওসার রাজ, আক্কাস মোল্লা, কামরুল হাসান, জাকারিয়া ভূইয়া, মাজহারুল ইসলাম, রাসেল আহমেদ, মামুন মিয়া, আবদুল মান্নান, আবদুস সাত্তার, সাহিন মোহাম্মদ মিয়া প্রমুখ।