ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক জুনায়েদ আহমেদ আকাশ বলেছেন, ছাত্রদের সাথে স্থানীয় বিএনপির সম্পর্ক খারাপ করার জন্য দুর্বৃত্তরা প্রগতি এসোসিয়েশন বাংলাদেশ অফিসে আগুন দিয়ে বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
রোববার (২৯ ডিসেম্বর) রূপগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক জুনায়েদ আহমেদ আকাশ নারায়ণগঞ্জ পোস্ট এর সাংবাদিককে তাদের সংগঠনের অফিসে আগুনের বিষয়ে একথা বলেন।
আকাশ আরো বলেন, প্রগতি অ্যাসোসিয়েশন বাংলাদেশ নামে আমাদের একটি সামাজিক সংগঠন আছে যেখান থেকে আমরা জুলাই-আগস্ট সংগ্রামে অংশগ্রহণ করেছি, শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার পরে দুর্বৃত্তরা আমাদের সেই অফিসে আগুন দেয়।
এই আগুন এলাকার ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী লীগের লোকজন দিয়েছে বলে আকাশ বলেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়ার বিষয়ে কথা বলতে গিয়ে জুনায়েদ আহমেদ আকাশ বলেন, স্থানীয় নেতা হিসেবে উনার সাথে আমাদের সম্পর্ক ভালো, কিন্তু কিছু কুচক্রী মহল আমাদের সংগঠনের অফিসে আগুন দিয়ে দিপুঁ ভূঁইয়ার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।