বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

|

পৌষ ১৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই, যে নিজে কুরআন শেখে এবং অন্যকে তা শেখায় : মাওলানা মঈনুউদ্দিন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩২, ৩০ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২২:৩২, ৩০ ডিসেম্বর ২০২৪

তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই, যে নিজে কুরআন শেখে এবং অন্যকে তা শেখায় : মাওলানা মঈনুউদ্দিন 

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমদ

মাদরাসার ফলাফল প্রকাশ শোনে কেউই হতাশ হবেননা। মনে রাখবেন সমস্ত কিছু আল্লাহর কাছ থেকেই ফায়সালা হয়। আপনারা আরো একটি কথা জেনে রাখবেন আপনাদের এই মাদরাসা একদিন আন্তর্জাতিক মানের মাদরাসা হবে ইনশাআল্লাহ।

সোমবার ৩০ ডিসেম্বর বন্দর হাজীপুর তালিমুল মিল্লাত মাদরাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরুষ্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমদ শিক্ষকদের উদ্যেশে বলেন আপনারা ছাত্র-ছাত্রীদের সাথে কোমল হৃদয়ের সদারচন করতে হবে। আর মাদরাসায় দশ মিনিট আগে প্রবেশ করে ছাত্র-ছাত্রীদের স্বাগত জানাতে হবে। তিনি আরো বলেন আল্লাহর রাসূল (সাঃ)বলেছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই, যে নিজে কুরআন শেখে এবং অন্যকে তা শেখায়। 

মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান সেলিমের সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের শিক্ষক মো মাহাবুবুর রহমানের সঞ্চালনায় ছাত্র-ছাত্রীদের মাঝে মাকর্শীট ও পুরুষকার প্রদান কালে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল সাত্তার আনসারী, পরিচালক সামসুদ্দোহা ও ইনচার্জ শরিফুল ইসলাম প্রমূখ।