বিক্ষোভ সমাবেশ
টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে তাবলিগ জামায়াতের মাওলানা সাদ পন্থীদের বর্বর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বন্দরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা কেল্লা জামে মসজিদের সামনে এ কর্মসূচির আয়োজন করে বন্দর থানা ওলামা পরিষদ ও তৌহিদী জনতা।
বন্দর থানা ওলামা পরিষদের সভাপতি মুফতি কবির হুসেইন, মোহাম্মদ আলী প্রমুখ বক্তব্য রাখেন। পরে সাদ পন্থীদের সকল কার্যক্রম বন্ধের দাবিতে বন্দর থানার ওসির কাছে স্মারকলিপি পেশ করা হয়।