রোববার, ০৫ জানুয়ারি ২০২৫

|

পৌষ ২০ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে বদু ও স্বতন্ত্র প্যানেলের মনোনয়নপত্র জমা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৩৫, ১ জানুয়ারি ২০২৫

হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে বদু ও স্বতন্ত্র প্যানেলের মনোনয়নপত্র জমা

মনোনয়নপত্র জমা

বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন (২০২৫-২০২৭) নির্বাচন উপলক্ষে ৩৩ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে।

বুধবার ১ জানুয়ারি দুপুরে শহরের সনাতন পাল লেন হোসিয়ারি ক্লাব ভবনে সাধারণ গ্রুপ ও এসোসিয়েট  গ্রুপের ১৮ জনের একটি প্যানেল ও ১৫ জনের স্বতন্ত্র ঐক্য হোসিয়ারি মালিক ঐক্য ফোরামের প্রার্থীরা জমা দেয়।

বদু প্যানেলে যারা হলেন, হোসিয়ারি সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব বদিউজ্জামান বদু, আব্দুস সবুর খান সেন্টু, মনির হোসেন খান, মোঃ দুলাল মল্লিক, আতাউর রহমান, মো.মিজানুর রহমান, আলহাজ্ব মো.মনির হোসেন, হাজী মো.শাহীন, মো.আব্দুল হাই, বৈদ্যনাথ পোদ্দার, মো.মাসুদুর রহমান, মোঃ পারভেজ মল্লিক ও এসোসিয়েট গ্রুপ থেকে সাঈদ আহমেদ স্বপন, মো.নাসির শেখ, মো.বিল্লাল হোসেন, অনিল বাবু, হিরু শেখ, নাসিম আহমেদ।

অন্যদিকে স্বতন্ত্র ঐক্য হোসিয়ারি মালিক ঐক্য ফোরামের প্রার্থীরা হলেন, সাধারণ গ্রুপের ফতেহ আলী রেজা রিপন, নাজমুল হক, লুৎফর রহমান ফকির, বাবুল চন্দ্র দাস, সুশান্ত পাল চৌধুরী, মোঃ আওলাদ হোসেন, মোঃ আবুল বাশার বাসেত, মোঃ দিদার খন্দকার, এসোসিয়েট গ্রুপের মাসুদ রানা, নারায়ণ চন্দ্র মজুমদার, মোক্তার হোসেন, মাসুম মোল্লা, ফারুক আহম্মেদ, ইবনে মোঃ আল কাওছার ও আনোয়ার হোসেন।

আগামী ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এর দুই সপ্তাহ পর ১৮ জানুয়ারি প্রার্থীদের ক্রমিক নম্বরসহ তালিকা প্রকাশের মাধ্যমে ৩ ফেব্রয়ারী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

বদু প্যানেল মনোয়নপত্র জমা দেয়া পর বদিউজ্জামান বদু বলেন, দীর্ঘ ১৬ বছর যাবৎ হোসিয়ারি সমিতি নির্বাচন হয় নাই। হোসিয়ারি মালিকরা তাদের ভোট প্রয়োগ করতে পারেনি। একটি গ্রুপের জিম্মি দর্শা ছিলো হোসিয়ারি সমিতি। আমরাই এখন নির্বাচনের মাধ্যমে হোসিয়ারি মালিকদের ভোট প্রদানের সুযোগ করে দিসি। সকল ভোটারদের আশ্বাসে আমরা প্যানেলের মাধ্যমে প্রকাশ হয়েছি। আগামী দিন হোসিয়ারী সমিতির প্রাণ ফিরে আসবে এমন বার্তা আমাদের প্যানেল সুনিশ্চিশ বিজয় আগামী ৩রা ফেব্রুয়ারি।

সাংবাদিক সমাজের সহযোগিতা চেয়ে বদু বলেন, আপনারা সঠিক তথ্য তুলে ধরেন। আপনাদের সহযোগিতা মাধ্যমে হোসিয়ারী মালিকদের প্রাণের সংগঠন হোসিয়ারি সমিতির আবারো প্রাণচাঞ্জল্যকর পরিবেশ হবে বিশ্বাস করি।