রোববার, ০৫ জানুয়ারি ২০২৫

|

পৌষ ২১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বক্তাবলী শ্রমিক দলের অফিস ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৩১, ২ জানুয়ারি ২০২৫

বক্তাবলী শ্রমিক দলের অফিস ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন 

মানববন্ধন

নারায়ণগঞ্জের বক্তাবলি ইউনিয়ন শ্রমিক দলের শাখা অফিস ভাঙচুরের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মো: মন্টু মেম্বারের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর অফিস প্রাঙ্গণে মানববন্ধন আয়োজন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) একটি মানববন্ধন ও প্রতিবাদ র‍্যালির আয়োজন করা হয়। 

মো: মন্টু মেম্বার বলেন, যারা এতদিন ফ্যাসিস্ট  সরকারের সাথে আঁতাত করে চলেছে তারা এখন খোলস পাল্টে বিএনপি'র বদনাম করছে, এমনকি তাদের চাঁদাবাজি, সন্ত্রাসী থেকে বিএনপির অফিস পর্যন্ত নিরাপদ নয়। 

তিনি আরো বলেন, বক্তাবলী ইউনিয়নের সাবেক মেম্বার রশিদ এই হামলার সাথে জড়িত। তারা অফিসের আসবাবপত্র ভাঙচুর করে এমনকি তারেক জিয়া, খালেদা জিয়া, জিয়াউর রহমানের ছবি ভাঙচুর করেছে, আমরা এর সুষ্ঠ বিচার দাবি করছি। 

তারা কোর্ট প্রাঙ্গণে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে এবং পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত যায় এবং পুলিশ সুপারের সাথে দেখা করে।

এসময় আরো উপস্থিত ছিলেন, মোঃ শাকিল, মোঃ খোকন, মাসুদ শেখ,  সাইফুল ইসলাম প্রমুখ।