নগর সম্মেলন ২০২৫
নারায়ণগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহিদ মিনারে গতকাল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে “নগর সম্মেলন ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর শাখার সভাপতি মুহাম্মদ ওমর ফারুক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল হাশিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ। তিনি বলেন, “ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন এবং বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামই একমাত্র কার্যকর পন্থা। ইসলামের প্রদর্শিত পথই পারে মানুষকে মুক্তির দিশা দিতে। অন্য কোনো মতবাদ বা পথ দিয়ে এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে সবাইকে দায়িত্ব পালন করতে হবে।”
তিনি আরও বলেন, “ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের উৎখাত ঘটেছে। কিন্তু নতুন ফ্যাসিস্ট শক্তির আত্মপ্রকাশ দেশবাসীর জন্য হুমকি। ইসলামী ছাত্র আন্দোলনকে সজাগ থেকে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।”
কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর বলেন, “ইবাদতনিষ্ঠ রাজনীতি আমাদের মুক্তির পথ। কোনো ফ্যাসিস্ট সরকার এই চেতনাকে দমিয়ে রাখতে পারবে না। গণঅভ্যুত্থানই তার প্রমাণ।”
বিশেষ অতিথি মুফতী মাসুম বিল্লাহ বলেন, “গণহত্যা ও নির্যাতনে অভিযুক্ত ফ্যাসিস্ট শক্তির কোনো নির্বাচনে অংশগ্রহণের অধিকার নেই।”
সম্মেলনের শেষ পর্বে প্রধান অতিথি ২০২৪ সালের কমিটি বিলুপ্ত করে ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটির নেতৃত্বে রয়েছেন: সভাপতি: এইচ এম শাহীন আদনান, সহ-সভাপতি: নোমান আহমাদ ও সাধারণ সম্পাদক: মুহাম্মদ আবুল হাশিম।সম্মেলনে ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ওলামা মাশায়েখ পরিষদ এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।