ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় পার্টির নেতা মিলন ভূঁইয়ার সভাপতিত্বে কৃষক সমাবেশ করার অভিযোগ উঠেছে জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক ড. শাহীন মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ দেখা গেছে।
শুক্রবার (৩ জানুয়ারি) সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ থানা কৃষকদলের আহবায়ক ফজলুল হক এই আয়োজন করেন। এসময় জাতীয় পার্টির নেতা মিলন ভূঁইয়াকে জামপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি হিসেবে সমাবেশে আমন্ত্রণ জানানো হয়।
মিলন ভূঁইয়ার ছোট ভাই আশরাফুল ভুইয়া উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি ছিলেন। বিগত ইউনিয়ন পরিষদের নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে তিনি নির্বাচনও করেছিলেন। মিলন ভূঁইয়ার পুরো পরিবারই জাতীয় পার্টির সাথে সম্পৃক্ত বলে জানা যায়। নারায়ণগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির সাবেক এমপি লিয়াকত হোসেন খোকার সাথেও তাদের সুসম্পর্ক রয়েছে বলে জানা গেছে।
এদিকে দলের নেতাকর্মীরা জানান, এখন পর্যন্ত ইউনিয়ন পর্যায়ে কোন কমিটি হয়নি। কিন্তু তবে সমাবেশের ব্যানারে জাতীয় পার্টির নেতা মিলন ভুইয়ার নামের পাশে ইউনিয়ন কৃষক দলের সভাপতি পদবি দেখা ছিল।
এ ঘটনায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা জানান, দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকা নেতাদের বাদ দিয়ে ফ্যাসিবাদের দোসরদের দলের ভেতর পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে। পুরো সমাবেশটিই স্থানীয় জাতীয় পার্টির একটি গ্রুপকে নিয়ে সাজানো হয়েছে। এই সমাবেশে থানা কৃষক দলের অন্য কোন নেতাই উপস্থিত ছিলেন না।
এ ঘটনায় থানা কৃষকদলের সদস্য সচিব বাবুল মিয়া জানান, জামপুর ইউনিয়ন এ কোন কমিটি দেই নাই আমরা। নতুন কমিটির প্রক্রিয়া চলছে। আমরা যাচাই বাছাই করে ত্যাগী নেতাদের নিয়ে কমিটি করব।
থানা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল মিয়া জানান, আমরা থানা কমিটির মিটিংয়ে বলেছিলাম যেইসব ইউনিয়ন এ কমিটি আছে তাতে আমরা কৃষক সমাবেশ আয়োজন করব।কিন্তু আমাদের কাউকে না জানিয়ে জাতীয় পার্টির লোকদের নিয়ে প্রগ্রাম করেছে ফজলুল হক।