ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যাবসায় বাধা দেয়ায় ভুলতা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক আবু হানিফকে কুপিয়ে আহত করেছে স্থানীয় সন্ত্রাসী শাহীন ও তার অনুসারীরা। এ ঘটনার পর স্থানীয়রা হামলাকারীর বাসা তল্লাশী করে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
শনিবার (৪ জানুয়ারি) রূপগঞ্জের ভুলতা এলাকায় এ ঘটনা ঘটে। শাহীন রূপগঞ্জের সাবেক এমপি ও মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছেলে পাপ্পা গাজীর লোক হিসেবে এলাকায় পরিচিত।
এদিকে হামলার ঘটনার প্রতিবাদে রোববার (৫ জানুয়ারি) স্থানীয়রা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বিক্ষোভ চলাকালীন সময়ে শাহীনের বাড়িতে স্থানীয় প্রশাসন ও জনতা শাহীনের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে।