ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের কমিটিকে ঘিরে শুরু হয়েছে অস্বস্তি। দীর্ঘদিন জেলায় তিনজন ও মহানগরে দুজন দিয়ে সুন্দরভাবে কমিটি পরিচালিত হয়ে আসলেও এখন আহবায়ক কমিটি পূর্ণাঙ্গ করাকে কেন্দ্র করে এ অস্বস্তি শুরু হয়েছে।
নেতাকর্মীদের মতে, রাজপথের বিগত দিনের নেতাকর্মীদের সবাইকে আহবায়ক কমিটি করে পদায়ন করা সম্ভব নয় তাই মহানগর ও জেলা যুবদলের কমিটি প্রয়োজন পূর্ণাঙ্গ করা। এদিকে আংশিক আহবায়ক কমিটি করাকে কেন্দ্র করে বিপাকে পড়েছে দায়িত্বশীল জেলা ও মহানগর কমিটির নেতারা।
জানা যায়, কেন্দ্র কর্তৃক নির্দেশিত হয়ে ইতোমধ্যে মহানগর যুবদলের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি জমা দিয়েছে দায়িত্বশীলরা। কিন্তু এ কমিটির পরিসর কম থাকায় কাকে রাখা হবে ও কাকে বাদ দেয়া হবে তা নিয়ে আহবায়ক ও সদস্য সচিব পড়েছেন বিপাকে। এর মাঝে বিশেষ অনুরোধে রাজপথে না থাকার পরেও একাধিক জনকে যুগ্ম আহবায়ক পদে রাখা হলে মাত্র ৮/১০ জনের যুগ্ম আহবায়ক থেকে বাদ পড়েছেন সক্রিয় অনেকে। এর মাঝে ৫১ জনের কমিটিতে বাকিদের সদস্য রাখা হলেও সেখানে অনেক রাজপথের সক্রিয় নেতাদের স্থান দেয়া সম্ভব হয়নি। মূলত কমিটির পরিসর ছোট থাকায় নেতারাও এতে বিব্রত। যদিও পূর্ণাঙ্গ কমিটি করা যেত তাহলে সেখানে সকলকে পদায়ন করা সম্ভব ছিল।
এদিকে জেলা যুবদলের দায়িত্বশীল তিন নেতা তিন মেরুর হওয়ায় এখন পর্যন্ত তারা কমিটি জমা দিতে পারেনি বলে জানা গেছে। এর মাঝে তিনজনের মতে মিল না হওয়ায় তারা আলাদা আলাদা ভাবে কমিটি জমা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে একাধিক সূত্রে জানা গেছে। তবে একসাথে তিনজন বসার জন্য চেষ্টাও করছেন।
তবে মহানগরের মত ছোট কমিটির সমস্যায় আছেন জেলার নেতারাও। তারাও বিগত দিনে জেলার মত বিশাল পরিসরের স্থানে এত এত সক্রিয় নেতাকর্মীদের কাকে রেখে কাকে বাদ দেবেন তা নিয়ে আছেন দ্বিধাদ্বন্দ্বে। সব মিলিয়ে কমিটিকে কেন্দ্র করে বেশ অস্বস্তিতে আছেন জেলা ও মহানর যুবদলের নেতারা।
তবে এ ব্যাপারে কথা বলতে দায়িত্বশীল কেউ রাজী না হলেও অস্বস্তির বিষয়টি সঠিক করে তারা জানান।