মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫

|

পৌষ ২৩ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রাজনীতিবিদেরা ভাল হয়ে গেলে দেশ ভাল হয়ে যাবে : গিয়াসউদ্দিন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:১০, ৫ জানুয়ারি ২০২৫

রাজনীতিবিদেরা ভাল হয়ে গেলে দেশ ভাল হয়ে যাবে : গিয়াসউদ্দিন 

মুহাম্মদ গিয়াসউদ্দিন

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, নিজেদের সংশোধন করে তারপর অন্যদের সংশোধনের চেষ্টা করতে হবে। আসুন আমরা রাজনীতিবিদরা আগে ভাল হয়ে যাই। রাজনীতিবিদেরা ভাল হয়ে গেলে দেশ ভাল হয়ে যাবে।

রোববার (৫ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, একজন রাজনীতিবিদের মূল লক্ষ্যই হল জনগণের সেবা করা। আমার সহকর্মীরা দিন দিন মানুষের কল্যানে কাজ করতে অগ্রসহ হচ্ছেন। এ দৃষ্টান্ত আমাদের জন্য অনুকরণীয়। আসুন আমরা যার যার অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যানে কাজ করি।

কেউ মানুষকে ভালবাসলে আল্লাহ তাকে ভালবাসে। দান সদকা মানুষের অর্থকে আরও বৃদ্ধি করে দেয়। এছাড়াও আমরা জানি পরকালের কল্যানের জন্য আমরা আল্লাহর এবাদত করে থাকি। জাকাত, ফিতরা ও দানসদকাও এমন একটি এবাদত। ধর্মীয়ভাবে এর গুরুত্বপূর্ণ অপরিসীম। 

আমি চেষ্টা করবো যতদিন বেঁচে আছি এ এলাকার মানুষের সম্মান যেন বৃদ্ধি পায় সেজন্য যেন কাজ করতে পারি। আমি চেষ্টা করবো এ এলাকার সন্তানরা যেন একটা সঠিক রাস্তা পায় এবং সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জের জন্য সুনাম বয়ে আনতে পারে।

স্বৈরাচারের আমলে এদেশের মানুষ অনেক কষ্ট পেয়েছে। তারা গ্রামে সামাজিক ন্যায় বিচারকে ধ্বংস করে দিয়ে গেছে। সরকারি দলের পাতি নেতারাও এলাকার মুরুব্বিদের মানতো না। এখন মানুষ অসহায়। আমি আমার সহকর্মীদের অনুরোধ করবো, যারা ন্যায় বিচার করতে পারবে তাদের নিয়ে এলাকাগুলোতে কমিটি গঠন করে দেই। যখনই আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে পারবো তখনই সমাজ সুন্দর হবে।

তিনি আরো বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করতে হলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। একটা সমাজে হাজারও মানুষ ভাল, শুধু একজন যদি খারাপ হয় সে একাই পুরো এলাকার মানুষের ঘুম হারাম করে দেয়। আমাদের সন্তানরা সবচেয়ে মূল্যবান। ঘুষখোর ও দুর্নীতিগ্রস্থদের সামাজিকভাবে বয়কট করতে হবে। তাহলে আমাদের সন্তানরাও শিখবে সম্মান পেতে হলে ভাল মানুষ হতে হবে। তখন তারাও ভাল মানুষ হওয়ার জন্য চেষ্টা করবে।