বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫

|

পৌষ ২৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নৈতিক শিক্ষা ও সৎসঙ্গ ব্যতীত মাদক এবং অপসংস্কৃতি বন্ধ সম্ভব নয় : মাসুম বিল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩০, ৬ জানুয়ারি ২০২৫

নৈতিক শিক্ষা ও সৎসঙ্গ ব্যতীত মাদক এবং অপসংস্কৃতি বন্ধ সম্ভব নয় : মাসুম বিল্লাহ

মুফতি মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, নৈতিক শিক্ষা ও সৎসঙ্গ ব্যতীত মাদক এবং অপসংস্কৃতি বন্ধ সম্ভব নয়। আজ অনেক সম্ভ্রান্ত পরিবারের সন্তানরা সঙ্গ দোষের কারণে মাদকাসক্ত হচ্ছে। 

সোমবার (৬ জানুয়ারি)  বক্তাবলী আমজাদ কমিউনিটি সেন্টারে বক্তাবলী পরগণা মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির উদ্যোগে মাদক ও অপসংস্কৃতির ভয়াল থাবায় সামাজিক অবক্ষয় থেকে উত্তরণ শীর্ষক অনুষ্ঠানে মাসুম বিল্লাহ এ কথা বলেন। 

তিনি আরো বলেন, অপ্রয়োজনীয় মোবাইল-ইন্টারনেট ব্যবহারের ফলে অপসংস্কৃতিতে জড়িয়ে যাচ্ছে। এগুলো থেকে আমাদের সন্তানদের দূরে রাখতে হবে। তাদেরকে নৈতিক শিক্ষা  দিতে হবে।

আলীর টেক মাদরাসার মুহতামিম হাফেজ আতাউল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, আল্লামা আব্দুল আউয়াল দা.বা. খতিব, ডি.ই.টি জামে মসজিদ, আল্লামা আব্দুল হামীদ দা.বা.। প্রধান অতিথি হিসেবে ছিলেন মুক্তিযোদ্ধা আলহাজ মুহাম্মাদ গিয়াস উদ্দীন , মুহা. শরীফুল ইসলাম অফিসার ইনচার্জ, ফতুল্লা মডেল থানা, আজিজুল হক এস.আই, বাসন থানা, গাজীপুর।

আলেম-ওলামাদের মধ্যে উপস্থিত ছিলেন, আল্লামা আব্দুল কাদির মুহতামিম আমলাপাড়া মাদরাসা, মাওলানা আবু তাহের জিহাদী মুহতামিম,দেওভোগ মাদরাসা, মুফতি নূরুল আমীন কাসেমী, মাওলানা হানজালা পীরজাদা বাহাদুরপুর , মুফতী যাকারিয়া মাহমুদ,  আল্লামা আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান বীর , মুফতী আবদুস সবুর, মুফতী মাহমুদ হাসান, মুফতী রফিকুল ইসলাম মাদানী, মুফতী মোখতার হোসাইন সাফা, মাওলানা শফিকুল ইসলাম সালেহী।