ফাইল ছবি
নারায়ণগঞ্জের আলোচিত সাব্বির হত্যা মামলার শুনানি হবে আগামীকাল। এদিন মামলার অন্যতম আসামি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের জামিনের আবেদন করা হবে বলে জানিয়েছে তার আইনজীবীরা।
সোমবার (৬ জানুয়ারি) নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ুম খান ও জাকির খানের আইনজীবীরা এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে মামলায় বেকসুর খালাস পেয়ে জেল থেকে বের হয়ে আসবেন জাকির খান এমনটা আশা করেছেন জাকির খানের নেতাকর্মীরা। মামলার শুনানিকে কেন্দ্র করে আদালতপাড়ায় ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিচ্ছেন তারা।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সর্বমোট ৩৩টি মামলা আদালতে বিচারাধীন ছিল। এর মধ্যে ৩০টি মামলায় ইতিমধ্যে খালাস পেয়েছেন জাকির খান। বাকি তিনটি মামলার মধ্যে দুটিতে জামিনে আছেন তিনি। নারায়ণগঞ্জের ব্যাবসায়ী নেতা সাব্বির হত্যা মামলায় খালাস পেলেই মুক্তি পাবেন জাকির খান।
এদিকে দীর্ঘদিনেও মামলা নিষ্পত্তি না হওয়ায় নারায়ণগঞ্জে সাব্বির হত্যা মামলা দ্রুত নিষ্পত্তি করতে আদালত আদেশ দিয়েছে। এর আগে গত ২৬ নভেম্বর নারায়ণগঞ্জের আদলতে মামলাটির রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন জাকির খানের আইনজীবীরা। পরবর্তীতে মামলাটির রায় ঘোষণা না করে শুনানির জন্য ৭ জানুয়ারির দিন ধার্য করে আদালত।