বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫

|

পৌষ ২৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ব্যবসায়ী সাব্বির হত্যা মামলায় খালাস পেলেন জাকির খান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৩৩, ৭ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৪:৪১, ৭ জানুয়ারি ২০২৫

ব্যবসায়ী সাব্বির হত্যা মামলায় খালাস পেলেন জাকির খান

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আলোচিত ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় বেকসুর খালাস পেয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ মোমিনুল ইসলামের আদালত এ খালাস প্রদান করেছেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মামলায় খালাস পেয়েছেন জাকির খানসহ ১৬ জন। ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারিতে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন তারা। আদালত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেছেন। 

এদিকে মামলায় বেকসুর খালাস পাবার খবরে আদালতপাড়ায় আনন্দ মিছিল করছেন জাকির খানের নেতাকর্মীরা। মামলার শুনানিকে কেন্দ্র করে সকাল থেকে আদালতপাড়ায় জড়ো হন হাজির খানের হাজারো সমর্থক। 

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সর্বমোট ৩৩টি মামলা আদালতে বিচারাধীন ছিল। এর মধ্যে ৩০টি মামলায় ইতিমধ্যে খালাস পেয়েছিলেন জাকির খান। বাকি তিনটি মামলার মধ্যে দুটিতে জামিনে আছেন তিনি। নারায়ণগঞ্জের ব্যাবসায়ী নেতা সাব্বির হত্যা মামলায় খালাস পাবার পর তার মুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম রবি জানান, আলহামদুলিল্লাহ, তিনি বেকসুর খালাস পেয়েছেন।