বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫

|

পৌষ ২৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শামীম ওসমানের নির্দেশেই বাদী এই মিথ্যা মামলা দিয়েছে : হুমায়ুন কবির  

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:৪৪, ৭ জানুয়ারি ২০২৫

শামীম ওসমানের নির্দেশেই বাদী এই মিথ্যা মামলা দিয়েছে : হুমায়ুন কবির  

অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি নেতা অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির বলেছেন, জাকির খানকে মিথ্যা অপবাদ দিয়ে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকরা, শামীম ওসমানের দোসররা জাকির খানকে কারাগারে বন্দি রেখেছিল। এ মামলার বাদীও শামীম ওসমানের লোক। শামীম ওসমানের নির্দেশেই জাকির খানকে কারাবন্দী রাখতে তিনি এ মিথ্যা মামলা দিয়েছেন। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) নারায়ণগঞ্জের আদালত প্রাঙ্গনে সাব্বির হত্যা মামলায় জাকির খানকে খালাস দেয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন মিথ্যা মামলায় কারাভোগের পর আজ জাকির খান খালাস পেয়েছেন। মানুষের দোয়া ভালবাসা ও দেশের প্রয়োজনেই আজ জাকির খান মুক্ত হয়েছেন। অন্যায় বেশিদিন স্থায়ী হয় না। সূর্য বেশিদিন ঢাকা থাকে না। আজ জাকির খান সবার সামনে। সমস্ত সাক্ষী প্রমানের ভিত্তিতে প্রমানিত হয়েছে জাকির খান নির্দোষ। 

এতদিন যে সে কারাগারে ছিল। আজ আল্লাহর রহমতে ও তার মায়ের দোয়ায় আজ সে ন্যায় বিচার পেয়েছে। আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে জেরা করেছি। একটি সাক্ষীও প্রমান করতে পারেনি এ মামলায় জাকির খান দোষী। 

ভিক্টিমের মৃত্যু হয়েছে সত্যি৷ কিন্তু কারা মেরেছে রাষ্ট্র সেটা প্রমান করতে পারেনি। মামলার বাদী রাষ্ট্রকে বিভ্রান্ত করতে অন্যের প্ররোচনায় এ মামলা করেছে। জাকির খানের সাথে অন্যায় করেছে। আজকের এ রায়ের মধ্য দিয়ে তা প্রমানিত হয়েছে।