বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫

|

পৌষ ২৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শীতবস্ত্র করুণা নয়, এটা তারেক রহমানের উপহার : অধ্যাপক মামুন মাহমুদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:১০, ৮ জানুয়ারি ২০২৫

শীতবস্ত্র করুণা নয়, এটা তারেক রহমানের উপহার : অধ্যাপক মামুন মাহমুদ

শীতবস্ত্র বিতরণ

সমাজের সকল সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে রাজনীতিবিদদের পাশাপাশি বিত্তশালীদের এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ। 

মঙ্গলবার (৭ জানুয়ারী) রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় ও আশেপাশে এলাকায় ছিন্নমূল মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ কালে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। বিএনপি সব সময় এ দেশের সাধারণ জনগণের স্বার্থে কাজ করেছে। এই শীতে সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব-সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। আমাদের শীতবস্ত্র বিতরণ অসহায় মানুষের প্রতি করুণা নয়, এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার মাত্র। তাই আমাদের সকলের হৃদয়ে মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।

এসময় জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।