ফাইল ছবি
চলতি সপ্তাহেই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে। ইতোমধ্যে কমিটি বাগিয়ে আনতে কেন্দ্রে দৌড়ঝাঁপ করছেন জেলা ও মহানগর ছাত্রদলের পদপ্রত্যাশী নেতারা।
এদিকে নতুন কমিটিতে বিগত সময়ে আন্দোলন সংগ্রামে সক্রিয় নেতাদের মূল্যায়ন করা হবে বলে জানা গেছে। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের সাথে নেতাদের সম্পৃক্ততার বিষয়টিকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নতুন কমিটির নেতৃত্ব বাছাইয়ে পদপ্রত্যাশীদের ব্যাপারে মাঠ পর্যায়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। বিতর্কিত কর্মকান্ডে যুক্তদের বাদ দিয়ে কমিটিতে জনপ্রিয় ও ত্যাগী নেতাদেরই মূল্যায়ন করা হবে এবারের কমিটিতে।
ইতোমধ্যে জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃত্বে আলোচিতদের নিয়ে একটি খসড়া কমিটি তৈরি করা হয়েছে। এসকল নেতাদের বিগত আন্দোলন সংগ্রামে ভূমিকা ও পাঁচ আগষ্টের পরবর্তী সময়ের নানা কর্মকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহ ও যাচাই বাছাই করা হয়েছে। কমিটিতে রাজপথের সক্রিয় নেতাদেরই জায়গা হবে বলে সাফ জানিয়ে দিয়েছে হাইকমান্ড। এছাড়াও বিতর্ক এড়াতে পাঁচ আগষ্টের পর বিতর্কিত কর্মকান্ডে জড়িত নেতাদের দায়িত্ব দেয়া হবেনা বলেও জানিয়ে দিয়েছেন শীর্ষ নেতারা।
এদিকে বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা তথ্য যাচাই বাচাই শেষে জেলা ও মহানগর ছাত্রদলের খসড়া কেন্দ্রীয় নেতারা যাচাই বাছাইয়ের পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে কমিটির প্রস্তাবনা পাঠিয়েছেন। তারেক রহমানের নির্দেশনা মোতাবেক কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।