ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ও গডফাদার হিসেবে খ্যাত শামীম ওসমানের অনুসারী হিসেবে পরিচিত কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম সেন্টুকে প্রধান অতিথি করে স্থানীয় বিএনপির একটি অংশের নেতাকর্মীরা কর্মসূচি পালন করেছেন। এতে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ সুলতান মাহমুদ মোল্লা ও সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া এক যৌথ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
এসময় ভবিষ্যতে সেন্টু যেন ফতুল্লা এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যাবহার করে কিংবা বিএনপির নাম ব্যাবহার করে যেন কোন পোস্টার বা ব্যানার লাগিয়ে প্রচারণা চালাতে না পারে সে ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।
এতে আরো বলা হয়, একসময় বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন মনিরুল আলম সেন্টু। বিএনপির হয়েই সর্বপ্রথম ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি।
প্রথমে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ কবরী ও পরবর্তীতে চেয়ারম্যানশীপ টিকিয়ে রাখতে আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের পক্ষে কাজ করতে থাকেন সেন্টু। ২০১৮ সালে শামীম ওসমানের পক্ষে প্রকাশ্যে ভোট চেয়ে দল থেকে বহিষ্কার হন সেন্টু। পরবর্তীতে নৌকা মার্কা নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।