শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

|

পৌষ ২৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সাদপন্থীরা বাহিরের ইন্ধনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : আব্দুল আউয়াল 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৫৪, ১১ জানুয়ারি ২০২৫

সাদপন্থীরা বাহিরের ইন্ধনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : আব্দুল আউয়াল 

বিক্ষোভ মিছিল

হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, সাদপন্থীরা বাহিরের ইন্ধনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। দেশকে অস্থিতিশীল করতে তারা টঙ্গীর মাঠে রাতের আঁধারে হামলা করেছে।

শুক্রবার (১০ জানুয়ারি)  নারায়ণগঞ্জ শহরের ডিআইটি তে  জুম্মার নামাজের পরে টঙ্গী ইজতেমার মাঠে হামলার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে  এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার সমাপনি বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, তাবলীগের কাজ একটি শান্তিপ্রিয় কাজ যারা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব অবিলম্বে দোষীদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে। 

ইসলামিক ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের বলেন, যারা দাওয়াত ও তাবলীগের কাজের সাথে জড়িত তারা শান্তিপ্রিয় নিরীহ প্রকৃতির কিন্তু সাদপন্থীরা সম্পূর্ণ এর বিপরীত সন্ত্রাসী প্রকৃতির। তারা ১৮ ডিসেম্বর সম্পূর্ণ সন্ত্রাসী কায়দায় রাতের অন্ধকারে টঙ্গী ইজতেমার নিরীহ তাবলীগের সাথীদের উপর হামলা চালায়। আমরা অবিলম্বে তাদের সমস্ত কার্যক্রম নিষিদ্ধের দাবি জানাচ্ছি। 

বিক্ষোভ মিছিলটি নারায়ণগঞ্জ ডিআইটি চত্তর থেকে শুরু করে চাষাড়ার নূর মসজিদে এসে শেষ হয়। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, মাওলানা জাকির কাসেমী, মুফতি শেখ সাব্বির আহমেদ, মাওলানা মাহমুদ, মুফতি মাসুম বিল্লাহ, সানাউল্লাহ, মেজবাহ আনোয়ার প্রমুখ।

আরো পড়ুন