মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

|

পৌষ ৩০ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শাসকরা সবচেয়ে ভালো মানুষ হলেই সমাজে কাঙ্খিত পরিবর্তন আসবে: সিরাজুল মামুন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:১৪, ১১ জানুয়ারি ২০২৫

শাসকরা সবচেয়ে ভালো মানুষ হলেই সমাজে কাঙ্খিত পরিবর্তন আসবে: সিরাজুল মামুন 

খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন

খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেছেন, শাসকরা যদি সবচেয়ে ভালো মানুষ হয় তাহলেই সমাজে কাঙ্খিত পরিবর্তন আসতে পারে। মানুষ পরিশুদ্ধ না হলে, পরিশুদ্ধ ব্যক্তি শাসক না হলে,  সমাজ কোনদিনই ন্যায়ের উপর প্রতিষ্ঠিত  হতে পারবে না। 

শুক্রবার (১০ই জানুয়ারি) বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের আলী আহমদ চুনকা পাঠাগারে ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরের আয়োজনে এক ছাত্র সমাবেশে তিনি একথা বলেন। 

ইসলামী ছাত্র মজলিসের লক্ষ্যের কথা উল্লেখ করে তিনি বলেন,  কোরআন সুন্নাহর আলোকে ব্যক্তি জীবনকে পরিশুদ্ধ করা। ব্যক্তি পরিশুদ্ধ না হলে সমাজ কোনদিনই দুর্নীতিমুক্ত হতে পারবে না। বিপ্লব হওয়ার পরেও আজকে আমরা দেশের ব্যাপারে অনেকটাই হতাশায় নিমজ্জিত, কারন আমরা জানি না সেরকম পরিশুদ্ধ মানুষ আছে কিনা যারা বিপ্লবের আশা আকাঙ্খাকে প্রতিষ্ঠিত করবে। 

তিনি আরো বলেন, ইসলামী ছাত্র মজলিস যে কথাটি বলে, বৈষম্য দূর করে অবিচারকে দূর করে একটি ন্যায়বাদী সমাজ প্রতিষ্ঠা  করা। তার আগে একদল পরিশুদ্ধ মানুষ ইসলামী ছাত্র মজলিস তৈরি করতে চায়। 

ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি শাহনেওয়াজ এর সভাপত্বিতে এ সময় আরো উপস্থিত ছিলেন, ড. মোঃ মাহবুব মোর্শেদ, মুফতি শেখ সাব্বির আহমদ, মোহাম্মদ রায়হান আলী, মাওলানা আব্দুল গনি প্রমুখ।