মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

|

পৌষ ৩০ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

লড়াই সংগ্রামের ৪ দশকে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধাঞ্জলি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৩৬, ১১ জানুয়ারি ২০২৫

লড়াই সংগ্রামের ৪ দশকে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধাঞ্জলি

শ্রদ্ধাঞ্জলি নিবেদন

বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে চাষাঢ়া বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। 

শনিবার (১১ জানুয়ারি) এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা।

জেলা সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৃজয় সাহার সঞ্চালনায় শ্রদ্ধানিবেদন কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা সহ-সাধারণ সম্পাদক ইউশা ইসলাম, সাংগঠনিক সম্পাদক মৌমিতা নূর, অর্থ সম্পাদক শাহিন মৃধাসহ বিভিন্ন শাখা ও অঞ্চল কমিটির নেতাকর্মীরা।

সংগ্রামের ৪দশক পূর্তিতে শুভেচ্ছা জানিয়ে সভাপতির বক্তব্যে ছাত্রনেতা ফারহানা মানিক মুনা বলেন, "১৯৮৫ সালের ১০ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ছাত্র ফেডারেশন। ১৯৮৫ থেকে ২০২৫ স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের এই যাত্রায় ছাত্র ফেডারেশন লড়াইয়ে ছিলো অবিচল। ৪০ বছরের লড়াইয়ে 'সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ' থেকে শুরু করে ২০২৪ এর 'ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্য' গঠন সর্বত্রই ছাত্র ফেডারেশন ছিলো নেতৃত্বদায়ক ভূমিকায়। সূচনালগ্ন থেকে ছাত্র ফেডারেশন আপোষহীন লড়াই করেছে দেশের শিক্ষা ব্যবস্থাসহ গণমানুষের অধিকার প্রতিষ্ঠায়। 

অভ্যুত্থান পরবর্তী আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী আমরা উৎসর্গ করি ছাত্র ফেডারেশনের বীর শহীদ শাকিলসহ জুলাই গণঅভ্যুত্থানের সকল বীরদের প্রতি। শাকিলদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলার শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় ছাত্র ফেডারেশন লড়াই করে যাবে তার পূর্বের ধারাবাহিকতায়।