মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

|

পৌষ ৩০ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে কালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৪৪, ১১ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে কালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কালের কণ্ঠ’র ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে বহুল প্রচারিত পত্রিকা কালের কণ্ঠ'র ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) বিকালে শহরের চাষাঢ়ার প্রেসিডেন্ট রোডে কালের কণ্ঠ’র কার্যালয়ের ছাদে 'বসুন্ধরা শুভসংঘ' নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আলোচনা সভার পর কেককাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি এবং জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী। 

নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি বলেন, ‘আংশিক নয় পুরো সত্যি’ এই স্লোগান ধারণ করে কালের কণ্ঠ পাঠকের আস্থা অর্জন করে আগামীতে আরও অনেক দূর এগিয়ে যাবে সেই প্রত্যাশাই থাকবে। এই পত্রিকার প্রতি অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো। আমি কালের কণ্ঠের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী বলেন, পত্রিকা হচ্ছে সমাজের দর্পণ। পত্রিকার মাধ্যমে সমাজের ভালো মন্দ ফুঁটে উঠে। পত্রিকার মাধ্যমে আমরা নিজেরাও পেশাগত জায়গা থেকে বুঝতে পারি আমরা মানুষের জন্য কতটুকু কাজ করছি। আশা করছি, বর্তমানের মতোন আগামীতেও কালের কণ্ঠ আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দিবে। যাতে করা আমরা সবাই মিলে এই দেশটাকে সুন্দর ও সমৃদ্ধশালী করতে পারি।

এসময় উপস্থিত সাংবাদিকেরা বলেন, গণঅভ্যুথানের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। আশা করি, অন্যান্য সময়ের ন্যায় বর্তমানে এই পত্রিকা আরও সাহসিকতার পরিচয় দিবে। পাশাপাশি কালের কণ্ঠ সবকিছু ঊর্ধ্বে থেকে সত্য খবর প্রকাশিত করবে এমনটাই প্রত্যাশা সবার।

বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলার সভাপতি অ্যাডভোকেট এমএসএ মনিরের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার আহসান সাদিক শাওন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি আফজাল হোসেন পন্টি, নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক তানভীর হোসেন, ফতুল্লা থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুম, আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার কবিরুল ইসলাম, প্রেস নারায়ণগঞ্জের সম্পাদক ফখরুল ইসলাম, ডেইলী বাংলাদেশের জেলা প্রতিনিধি মামুন হোসেন ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আজমীর হোসেন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি শরীফ সুমন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোবাশ্বির শ্রাবণ, বাংলানিউজের স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান পারভেজ, কালের কণ্ঠের নারায়ণগঞ্জ প্রতিনিধি রাশেদুল ইসলাম রাজু, নয়া দিগন্তের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি রিপন মাহমুদ আকাশ, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি সাবিত আল হাসান, জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো. আকাশ, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আরিফ হোসেন কনক, শুভসংঘের সহ-সভাপতি প্রদীপ দাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী মঞ্জুর বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক দ¦ীপ বাপ্পী, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক আহমেদুর রহমান তানু, শিবলী মতিন, ফয়সাল আহমেদ, নিউজ নারায়ণগঞ্জের স্টাফ রিপোর্টার সোহেল রানা ও সৌরভ দাস।