মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

|

পৌষ ৩০ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আমরা যানজটহীন নারায়ণগঞ্জ চাই : রাব্বি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫৪, ১২ জানুয়ারি ২০২৫

আমরা যানজটহীন নারায়ণগঞ্জ চাই : রাব্বি

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি

নারায়ণগঞ্জের সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেছেন, আমরা যানজটহীন নারায়ণগঞ্জ চাই। আজ চাষাঢ়া থেকে ডিআইটি যেতে ঘন্টাখানেক লাগে। আজ শহরে বের হলে মনে হয় না এ শহরের কোন মা বাবা রয়েছে। 

শনিবার (১১ জানুয়ারি) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে 'আমরা কেমন নারায়ণগঞ্জ চাই' শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আমরা বিগত পনেরো বছরে দেখেছি, ওসমান পরিবার নারায়ণগঞ্জ দাবড়ে বেরিয়েছে। শেখ হাসিনার ছত্র ছায়ায় তারা এমন কোন অপকর্ম নেই যা করেনি। এর প্রতিবাদে যারাই দাঁড়িয়েছে তাদের লাশের পর লাশ ফেলেছে। ওদের আট থেকে দশটি টর্চার সেল ছিল। আমরা এগুলো বন্ধ করতে প্রশাসনকে অনুরোধ করেছিলাম ত্বকী হত্যার পর। পরবর্তীতে সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় এসে টচার সেল তারা স্থাপন করে। ব্যাবসায়ীদের এসকল টর্চার সেলে নিয়ে নির্যাতন করত তারা।

তিনি আরও বলেন, আগে দেখতাম ওসমান পরিবারের দোসররা কীভাবে ফুটপাতে চাঁদাবাজি করত। এখন কী চাঁদাবাজি বন্ধ আছে? সিটি করপোরেশন এখানে আজ নিয়োগ বানিজ্য করছে। রিকশার লাইসেন্স নিয়েও তারা বানিজ্য করছে। নারায়ণগঞ্জের মানুষের কী অবস্থা এটা নিয়ে তাদের কোন মাথা ব্যাথা নেই। 

তিনি আরো বলেন, বালুর মাঠ দখল করেছে শামীম ওসমানের লোকজন। এটি রাজউকের জায়গা। এ জায়গা দখল করে শাহ্ নিজাম কাজলরা আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে। ২০১২ সালে নাসিম ওসমান তার বাহিনী নিয়ে এ জায়গা দখল করেছিল। আমরা এর প্রতিবাদ করায় গুলি হয়েছে কিন্তু তখন এটা বন্ধ হয়েছিল। কিন্তু পরবর্তীতে আবারও এটায় তারা হাত দিয়েছে। সরকারি জায়গা পেলেই তারা ভাবে এগুলো তাদের জায়গা। নারায়ণগঞ্জকে তারা এমনভাবে দখল করেছে। এখানে মাদকের ব্যাবসা থেকে শুরু করে এমন কোন অপকর্ম নেই যা তারা করেনি।