মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ
নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, আমরা সকলে মিলে মিশে থাকতে চাই। আমরা চাই আমাদের মুখ দেখাদেখি যেন কখনও বন্ধ না হয়। আমি বিশ্বাস করি চাঁদাবাজ, সন্ত্রাসী কোন দলের হয় না। তারা দলের ব্যানারকে ব্যাবহার করে।
শনিবার (১১ জানুয়ারি) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে 'আমরা কেমন নারায়ণগঞ্জ চাই' শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ব্যাবসায়ীরা অনেক সময় কৃত্তিম সংকট সৃষ্টি করতে চায়। এগুলোর বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে।