মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

|

পৌষ ৩০ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিএনপি গডফাদারদের পৃষ্ঠপোষকতা করে না, ক্রসফায়ার দেয় : টিপু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:০২, ১২ জানুয়ারি ২০২৫

বিএনপি গডফাদারদের পৃষ্ঠপোষকতা করে না, ক্রসফায়ার দেয় : টিপু

মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, ১৯৭১ সাল থেকে একটি দলের ব্যানারে বহু গডফাদারের জন্ম হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরাও এগুলো বলেছে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাই তো গডফাদার। আর বিএনপি কখনও গডফাদারদের পৃষ্ঠপোষকতা করে না। বিএনপি গডফাদারদের ক্রসফায়ার দেয়। বিএনপি আবারও ক্ষমতায় আসলে সেই কাজই করবে।

শনিবার (১১ জানুয়ারি) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে 'আমরা কেমন নারায়ণগঞ্জ চাই' শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের নামে অনেকে অনেক অপকর্ম করেন। আবার বড় ভাই মাসুম একজনের নাম বলেছেন। আমি তার নাম বলতে লজ্জা পাই। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তিনি নাম লাগিয়ে তাদের পাশে থাকেন।

তিনি বলেন, আমি টিপু কোন চাঁদাবাজি, সন্ত্রাস করলে আপনারা আমার বিরুদ্ধেও লিখবেন। এত বছর আপনারা স্বাধীন ছিলেন না। কিন্তু আজ আপনারা স্বাধীন। আমরা বিভেদ মুক্ত ও ঐক্যবদ্ধ নারায়ণগঞ্জ চাই।

তিনি আরো বলেন, আমি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছি। আপনারা দেখেছেন আমি নারায়ণগঞ্জে গডফাদারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হামলার শিকারও হয়েছি। সুতরাং গডফাদারদের বিরুদ্ধে আমি কোন আপোষ করবো না।