শ্রমিক নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাঈল
নারায়ণগঞ্জের শ্রমিক নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাঈল বলেছেন, নারায়ণগঞ্জে পরিবারতন্ত্র গড়ে উঠেছে। নৌকা নেত্রী একই, দল এক, সন্ত্রাস এক। একটা হল মিষ্টি নৌকা আরেকটা ঝাল নৌকা। একদল বন্দনা করেছে আরেকদল সন্ত্রাস করেছে। এদেশে পরিবারতন্ত্রকে ছুড়ে ফেলে দিতে হবে।
শনিবার (১১ জানুয়ারি) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে 'আমরা কেমন নারায়ণগঞ্জ চাই' শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, এই আন্দোলনে ৪৪৭ জন শ্রমিক জীবন দিয়েছে। আমাদেরও অংশগ্রহণ আছে এই গণঅভ্যুত্থানে। এটাকে আবারও ফ্যাসিবাদে নেয়ার জন্য আমাদের পাশ্ববর্তী দেশ যারা আমাদের দেশে একটি পরিবারকে আমাদের দেশে প্রতিষ্ঠিত করে রেখেছেল তারা আবারও ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, গত ৫৩ বছরে রাজনৈতিক দলগুলোর ব্যার্থতা ও অযোগ্যতার ফল হিসেবে এই অবস্থা বিরাজ করছে। হয়ত বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু মানুষ কী সন্তুষ্ট। তারা ভাবে হয়ত আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে।
নারায়ণগঞ্জে প্রায় সাড়ে পাঁচ লক্ষ শ্রমিক। তাদের থাকার জায়গা কোথায়, নিশ্চই এখানে হবে৷ অথচ সেটা মদনগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি বলেন, নারায়ণগঞ্জে সন্ত্রাস কোথায় পৌঁছে গিয়েছিল। নারায়ণগঞ্জ থেকে কোর্ট থেকে সাত জনকে গুম করে হত্যা করে ফেলা হয়েছে। আমি সেই মামলার বাদী হয়েছিলাম। আমি বলেছিলাম রাষ্ট্র যখন ব্যার্থ হয় তখন নাগরিকদেরই নাগরিকের জন্য এগিয়ে আসতে হয়।