মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার বলেছেন, আমাদের প্রত্যেকেরই কিছু দায়িত্ব আছে। পাঁচ আগষ্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের ফলে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। আমরা বৈষম্য মুক্ত একটি নারায়ণগঞ্জ চাই। আমরা ঐক্যবদ্ধ নারায়ণগঞ্জ চাই।
শনিবার (১১ জানুয়ারি) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে 'আমরা কেমন নারায়ণগঞ্জ চাই' শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, আমাদের দেশটা পরিচালনা করে রাজনৈতিক নেতৃবৃন্দরা। যারা যত বেশি চাঁদাবাজি করত তারাই নেতৃত্ব দিত একসময়। এগুলো থেকে উত্তরণের কোন উদ্যোগ নেয়া হয়নি। আমরা মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং মুক্ত নারায়ণগঞ্জ চাই।