মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমাদের নারায়ণগঞ্জকে এ ক্যাটাগরির জেলায় পরিনত করতে হবে। বাংলাদেশের প্রতিটি সিটি করপোরেশন এ ক্যাটাগরির নারায়ণগঞ্জ ও গাজীপুর ছাড়া। আমাদের আন্দোলন করতে হবে প্রশাসন যেন নিরপেক্ষ হয়। খারাপ লোকদেন সকলকে একইভাবে ট্রিট করতে হবে।
শনিবার (১১ জানুয়ারি) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে 'আমরা কেমন নারায়ণগঞ্জ চাই' শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, ভাল কাজ করার সুযোগ এসেছে। এ কাজটা আরও পনেরো বছর আগে হলে আরও ভাল হত। সেসময় আমাদের বিনা কারণে কোমরে রশি দিয়ে জেলে নিয়ে গেছে। আমাদের সন্তানদের গুম করেছে। সেসময় যারা চুপ ছিল আপনারাও কিন্তু সেই ওসমান পরিবারের গুম খুনের সমর্থন করেছেন পক্ষান্তরে।
নারায়ণগঞ্জকে ঠিক করতে হলে নারায়ণগঞ্জের যারা ভাল মানুষ তাদের ঐক্যবদ্ধ হতে হবে। যারা দূরে আছে তাদেরকেও একসাথে আনতে হবে। পাঁচ আগষ্টের আন্দোলনে নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের জাতীয় আয়ে নারায়ণগঞ্জের বিশাল অবদান রয়েছে।
আমাদের কথা বলা শুরু করতে হবে। যারা এর আগে নারায়ণগঞ্জকে নেতৃত্ব দিয়েছে তারা বলত নারায়ণগঞ্জ বি ক্যাটাগরির জেলা। নেতৃত্বের অযোগ্যতায় বি ক্যাটাগরিও এখানে এখন নেই। নারায়ণগঞ্জ এখন সি ক্যাটাগরির শহর হয়ে গেছে।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজ থাকবে না। এটাই আমাদের অঙ্গীকার। আমরা এই অঙ্গীকার বাস্তবায়ন করবো। নারায়ণগঞ্জকে এ ক্যাটাগরির জেলা বানাতে পারলে এ সমস্যাগুলো থাকবে না। আমরা একটি সুন্দর ও বসবাসযোগ্য নারায়ণগঞ্জ চাই।