মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

|

পৌষ ৩০ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখলেও কারও কারও আচরণে এ শহরের দুর্নাম হয়েছে : গিয়াসউদ্দিন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:১৬, ১২ জানুয়ারি ২০২৫

অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখলেও কারও কারও আচরণে এ শহরের দুর্নাম হয়েছে : গিয়াসউদ্দিন 

জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, ইতিবাচক নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে আমাদের স্বপ্ন অনেক। আমাদের চাহিদার তালিকাও অনেক বড়। স্বপ্ন অনেক দেখা যায় কিন্তু তা বাস্তবায়নে জ্ঞানী-গুণীদের সুচিন্তিত মতামত গ্রহণ ও বাস্তবায়ন জরুরি। দেশের অর্থনৈতিক উন্নয়ন নারায়ণগঞ্জ অনেক ভূমিকা রাখলেও কারও কারও আচরণের কারণে এ শহরের দুর্নাম হয়েছে। আগামীতে যাতে আমাদের শহর নিয়ে সগৌরবে কথা বলতে পারি সেজন্য রাজনৈতিক, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোতে মানবিক গুণাবলিসম্পন্ন নেতৃত্ব আমরা দেখতে চাই।

শনিবার (১১ জানুয়ারি) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সপ্তম তলায় ‘আমার নারায়ণগঞ্জ’ নামে একটি নতুন নাগরিক সংগঠনের উদ্যোগে ‘আমরা কেমন নারায়ণগঞ্জ চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে একথা বলেন তিনি। 

তিনি আরো বলেন, “ডিসি-এসপি পাবলিক সার্ভেন্ট। সুতরাং তাদেরও চারিত্রিক বৈশিষ্ট্যে পরিবর্তন করে ব্যক্তিস্বার্থের দেন-দরবার বন্ধ করতে হবে। জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরও এ শহরের উন্নয়ন সেভাবে হয়নি। এদিকেও নজর দিতে হবে।