ছেলেসহ গ্রেফতার মতি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি ও তার ছেলে বাবুইকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) রাত দুইটার সময়ে বসুন্ধরা আবাসিক এলাকায় ডিএমপি ভাটারা থানা পুলিশ অভিযান পরিচালনা করে এই পিতাপুত্রকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মতিউর রহমান মতি ৬ নং ওয়ার্ড এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম। তিনি বলেন, বাটারা থানার রাজনৈতিক মামলায় মতি ও তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে।