মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

|

পৌষ ৩০ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হামলাকারীদের গ্রেফতার না করলে কঠোর কর্মসূচি : মাসুম বিল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩২, ১৩ জানুয়ারি ২০২৫

হামলাকারীদের গ্রেফতার না করলে কঠোর কর্মসূচি : মাসুম বিল্লাহ

বিক্ষোভ সমাবেশ

ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি নূর হোসেনের উপর হামলাকারীদের গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। 

সোমবার  (১৩ জানুয়ারি) বিকালে চাষাড়া শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি মুহা. নুর হোসেন-এর উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল প্রাক বক্তব্যে তিনি একথা বলেন। 

 মাসুম বিল্লাহ আরো বলেন, অন্যায়ভাবে আমাদের কর্মীর উপর পাশবিক হামলা চালিয়েছে। তারা মূলত এই হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীদের পুনর্বাসনের ক্ষেত্রে  নূর হোসেন এর বলিষ্ঠ ভূমিকার কারণে। 

উল্লেখ্য, গতকাল রাতে বন্দর এলাকায় সন্ত্রাসীরা নূর হোসেনের উপর নির্মম হামলা চালায়।  বর্তমানে তিনি ঢাকার আল কারীম হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

বিক্ষভ মিছিলটি চাষাড়া গোল চত্তর বিজয়স্তম্ভ অতিক্রম করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। 

এসময় আরো উপস্থিত ছিলেন, মাও: দ্বীন ইসলাম, সুলতান মাহমুদ,  আলহাজ্ব মুহা. আমানুল্লাহ,  মাওলানা হাবিবুল্লাহ হাবিব প্রমুখ।