বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ
বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ বলেছেন, যে সমস্ত কলম আওয়ামী লীগের পক্ষে লিখবে এবং যে সমস্ত মিডিয়া আওয়ামী লীগের জন্য কাজ করবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে।
মঙ্গলবার (১৪ই জানুয়ারি) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লব ঘোষণাপত্রের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির গণসংযোগ ও পথসভায় তিনি একথা বলেন তিনি।
তিনি বলেন, যে সমস্ত সুশীল এবং বুদ্ধিজীবীরা আওয়ামী লীগের মানবিক মানবাধিকারের জন্য সরব হয়েছেন, তারা এতদিন আওয়ামী লীগের তেল নুন খেয়ে তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন।
আব্দুল্লাহ বলেন, সিদ্ধান্ত হয়ে গিয়েছে ৫ আগস্ট। যারা এখন আওয়ামী লীগকে পুনর্জীবিত করতে চান তাদেরকে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই আওয়ামী লীগের সর্বোচ্চ নেতা থেকে তৃণমূল পর্যন্ত প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে।
জুলাই আগস্ট বিপ্লবের নেতৃত্বের বিষয় উল্লেখ করে তিনি বলেন, একেকজন একেক ভাবে বিপ্লবের এজেন্ডাকে ব্যবহার করতে চাচ্ছে কিন্তু আমরা বলতে চাই ফ্যাসিবাদ বিরোধী যতগুলি রাজনৈতিক দল ছিল সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এসেই ফ্যাসিবাদের মূলৎপাটন করেছি।
আব্দুল্লাহ আরো বলেন, আমাদের এই সমস্ত দাবিগুলি জুলাই আগস্ট ঘোষনার মাধ্যমে হয়ে আসতে হবে। আমরা ১৫ই জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছিলাম কিন্তু আজকে ১৪ই জানুয়ারি এখনো পর্যন্ত এর কোন বাস্তবতা দেখতে পাচ্ছি না।
জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, শামীম ওসমান সহ আওয়ামী লীগের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হলে আমাদের একটা ঘোষণা পত্র দরকার সেটাই হলো আমাদের বিপ্লবের প্রোক্লেমেশন।