বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় সেনসিবল ফ্যাশনের শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:৪৭, ১৪ জানুয়ারি ২০২৫

ফতুল্লায় সেনসিবল ফ্যাশনের শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ 

সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিভিন্ন দাবি সহ কারখানার বন্ধের প্রতিবাদে ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনের শ্রমিকরা বিক্ষোভ মিছিল সহ সড়ক অবরোধ করেছে। 

মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকাল ৮টা হতে দুপুর পর্যন্ত ফতুল্লার পুলিশ লাইনের গেইটের সামনে শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। তারা বিশৃঙ্খলা না করলেও দীর্ঘ সময় ধরে সড়ক অবরোধ করে রাখে। এসময় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়। 

আন্দোলনরত শ্রমিকরা জানান, ফতুল্লার টাগারপাড় এলাকায় অবস্থিত ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশন। এই কারখানায় কয়েকশত শ্রমিক রয়েছে। মালিকপক্ষের লোকজন কথায় কথায় শ্রমিক ছাটাই করে। আর শ্রমিক ছাটাই করলেও শ্রম আইন অনুযায়ী তাদের পাওনা বুঝিয়ে দেয়া হয় না। বিনা কারণে শ্রমিকদের সাথে স্টাফরা খারাপ আচরণ করে। এমনকি কারখানার ভিতরে ক্যান্টিন না দিয়ে কাউকে নাস্তা খাওয়ার জন্য বাহিরে যাওয়ার সুযোগ দেয়া হয় না। এছাড়াও সকাল ৮ টার এক মিনিট পর কারখানার ভিতরে প্রবেশ করতে দেয়া হয় না। রাস্তায় যানজট থাকলেও দুপুরে ২ টার এক মিনিট পর গেইটের সামনে হাজির হলেও ভিতরে প্রবেশ করতে দেয়া হয়। মালিকের কঠিক এবং মনগড়া নিয়ম বাতিল করতে হবে। 

তারা আরো জানান, কোন কারণ ছাড়া এবং শ্রমিকদের দাবি দাওয়ার বিষয় কোন সিদ্ধান্ত না দিয়ে হটাৎ করে কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেয়া হয়। এছাড়াও মালিকের সন্ত্রাসী বাহিনী দিয়ে শ্রমিকদের নানা ভাবে হয়রানী সহ হুমকি দেয়া হয়। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, সেনসিবল ফ্যাশনের শ্রমিকদের কোন ধরনের বকেয়া না থাকা সত্বেও তারা রাস্তায় এসে সড়ক অবরোধ করে রাখে এবং বিক্ষোভ করে। তাদের সাথে কথা বলে মালিকপক্ষের সাথে আলোচনা করে সমাধান করার চেষ্টা করা হচ্ছে। মালিকপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন সাথে নিয়ে সমস্যার সমাধান করে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।