ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্ কোটি টাকা মূল্যের গাড়ি কিনেছেন। ঢাকার একটি শোরুম থেকে ব্যাবহৃত গাড়িটি ৮০ লক্ষ টাকায় কিনেছেন এই বিএনপি নেতা।
সোমবার (১২ জানুয়ারি) গাড়িটির ডেলিভারি শেষে ফেসবুক পেইজে E & E Automobile Trading LTD শোরুম একটি ছবি পোস্ট করে।
ছবিতে দেখা যায়, ঢাকার সেই শোরুম থেকে "টয়োটা আলফার্ড এক্সক্লুসিভ লাউঞ্জ এস হাইব্রিড" মডেলের গাড়িটি বুঝিয়ে দেয়া হচ্ছে শাহেন শাহ্কে। গাড়িটির বর্তমান বাজার মূল্য কোটি টাকার ওপরে। ব্যাবহৃত এ গাড়িটি ৮০ লক্ষ টাকায় কিনেছেন শাহেন শাহ্।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এত টাকা দিয়ে কীভাবে তিনি গাড়ি কিনলেন এমন প্রশ্ন তুলছেন বিএনপির নেতাকর্মীরাই।
শাহেন শাহ্ বর্তমানে বন্দর থানা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাঁচ আগষ্টের পরে নারায়ণগঞ্জের বন্দর থানার বিভিন্ন সেক্টরে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।