বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে শত কোটি টাকার প্রাণহীন ভবন!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১৭, ১৪ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে শত কোটি টাকার প্রাণহীন ভবন!

ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার এলাকায় ২৫০ কোটি টাকা ব্যায়ে নির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনটির নির্মাণকাজ প্রায় ছয় বছর আগে শেষ হয়েছে। স্থানীয় আইনজীবীদের আপত্তির কারণে ভবনটিতে আদালত বসেনি। ফলে দীর্ঘ ছয় বছর যাবৎ নতুন আটতলা এই ভবনটি প্রানহীন অবস্থায় পড়ে আছে।

আওয়ামী লীগের আমলে ২০১৬ সালে কালীরবাজারের পুরাতন কোর্ট এলাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের নির্মাণ কাজ শুরু করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। ২০১৮ সালে ভবনটির নির্মাণ কাজ শেষ হওয়ার পর আপত্তি জানায় আইনজীবীরা।

জানা যায়, ভবনটি নির্মাণকালে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের প্রভাবের কারণে কেউ প্রতিবাদ করতে পারেনি। এই ভবনটি নির্মাণের টেন্ডার পেয়েছিলেন আওয়ামী লীগের তৎকালীন প্রভাবশালী এক নেতার ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ঠিকাদার জাকির। 

২০১৮ সালে ভবনটি নির্মাণের পর আইনজীবীরা নতুন ভবনে কোর্ট পরিচালনায় বাধা দেন। এর কারণ হিসেবে তারা জানান, নারায়ণগঞ্জে জেলা জজ আদালত ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম পরিচালিত হয় ফতুল্লার চাঁদমারীতে অবস্থিত জেলা জজ আদালত ভবনে। জেলা জজ আদালত থেকে নতুন নির্মিত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দূরত্ব কমপক্ষে আড়াই কিলোমিটার। ভবন দু’টি পৃথক স্থানে থাকলে সাড়ে বারশো আইনজীবী ও তাদের সহকারীরা এবং বিচারপ্রার্থীরা ভোগান্তির শিকার হবেন এই দাবিতে জেলা জজ আদালত ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভবন একইস্থানে রাখার জন্য দাবি জানান তারা। পরবর্তীতে আইনজীবীদের দাবির মুখে দুই কোর্ট একস্থানে রাখলেও নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নতুন ৮ তলা ভবন অব্যবহৃত থেকে যায়।

বর্তমানে অব্যাবহৃ এই ভবনটি অন্য কোন মন্ত্রণালয়ে ভাড়া দেয়ার জন্য আলোচনা চলছে বলে জানা গেছে। জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত সরকারি স্থাপনা বছরের পর বছর এভাবে ফেলে রাখা সম্পদের বিরাট অপচয় বলেই মনে করছেন সকলে।