বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

স্বৈরাচারের দোসররা উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে : গিয়াসউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২০, ১৪ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৮:২০, ১৪ জানুয়ারি ২০২৫

স্বৈরাচারের দোসররা উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে : গিয়াসউদ্দিন

বিএনপির শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি৷ তাদের আত্মত্যাগের কারণে আজ এ দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। আমরা কৃতজ্ঞ তাদের কাছে। 

বুধবার (১৪ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডে বিএনপির শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।  

তিনি বলেন, স্বৈরশাসক এ দেশ থেকে পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও সাধারণ মানুষের মধ্যে উস্কানিমূলক কর্মকান্ড চালানোর চেষ্টা করছে৷ এদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ শহরকে মাদক, চাঁদাবাজির হাত থেকে রক্ষা করতে হবে। আমি বিএনপি নেতাকর্মীদের বলব আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়ান৷