জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন
জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন বলেছেন, মুক্তিযুদ্ধকে একটি দল দখল করে নিয়েছিল। ২০২৪ সালে তরুণরা মুক্তিযুদ্ধকে আবারও জনগণের কাছে ফিরিয়ে দিয়েছে। আমাদের এই সংবিধানকে নতুন করে রচনা করতে হবে। এই মুজিববাদকে এ দেশ থেকে উৎখাত করতে হবে। বাংলাদেশের লড়াই শেষ হয়নি। বাংলাদেশের তরুণদের পার্লামেন্টে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমাদের লড়াই শেষ হবে না।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের প্রচারণা ও লিফলেট বিতরণের সময় সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি স্থানে তরুণরা যেভাবে নেতৃত্ব দিয়েছে তা কখনও ভুলে যাওয়ার নয়। কিন্তু আজ অভ্যুত্থানের পাঁচ মাস পর আমাদের নানাভাবে ভুলিয়ে দেয়ার চেষ্টা চলছে। কারা একদফা দিয়েছিল সেটাও বিকৃত করা হচ্ছে। আমাদের তরুণদের একসাথে হতে হবে।
বাংলাদেশের তরুণদের কনফিউজড করা হয়েছে। আমরা আর কনফিউজড না। তরুণরা দেখিয়ে দিয়েছে তারা কী করতে পারে। ঢাকা এক দূর্গ, নারায়ণগঞ্জ আরেক দূর্গ। এ নারায়ণগঞ্জে শামীম ওসমান কী অত্যাচার চালিয়েছে আমরা দেখেছি। এই আওয়ামী লীগকে আমরা ফেরত আসতে দেবো কীনা সে ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ওসমান পরিবারের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে।
আমাদের প্রথম ভোট হবে গণপরিষদ নির্বাচনের। গণপরিষদ নির্বাচন ছাড়া কোন যৌক্তিক নির্বাচন এই মুহুর্তে বাংলাদেশে নেই। আমাদের ঘোষণাপত্রে সবকিছু উল্লেখ থাকতে হবে৷ এই ঘোষণাপত্র তরুণদের মেন্ডেট হবে। নয়ত আমাদের ইতিহাস থেকে মুছে ফেলার যে প্রক্রিয়া তা আবারও শুরু হবে।
তিনি বলেন, গত চার মাসে কোন রাজনৈতিক দল ঘোষণাপত্রের উদ্যোগ নেয়নি। তারা তরুণদের পালস বুঝতে পারেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আবারও এই উদ্যোগ নিয়েছে।