ফাইল ছবি
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি মুহা. নুর হোসেন-এর উপর গত ১২ জানুয়ারী রাতে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
মঙ্গলবার ১৪ জানুয়ারী বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি উপরোক্ত কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, গতকাল ১৩ জানুয়ারী নারায়ণগঞ্জ মহানগর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিক্ষোভ প্রদর্শন এবং বন্দর থানায় মামলা দায়েরের পরেও সন্ত্রাসীদের মধ্যে কেউ গ্রেফতার না হওয়ার ঘটনায় সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। জনমনে আতঙ্ক সৃষ্টি হচ্ছে।
অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি মুহা. নুর হোসেন-এর উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা করা না হয়, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় নাগরিকরা মাঠে নামতে বাধ্য হবে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বহীনতা ও উদাসীনতার কারণে ইসলামী আন্দোলন নেতার উপর হামলা করে অপরাধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে কিনা সে বিষয়টি তদন্ত করতে সরকারের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান।