ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে পৌর এলাকার উদ্ভবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গাজী আমজাদ হোসেন বাড়ি শ্রীরামপুর গ্রামের গাজী ছলিমউদ্দিনের ছেলে।
দীর্ঘদিন ধরে তিনি সোনারগাঁ পৌরসভা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। সোনারগাঁ পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের মৃত্যু হলে যুগ্ম সম্পাদক গাজী আমাজাদ হোসেন স্থলাবিষিক্ত হন। তিনি সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান কালামের ঘনিষ্ট বলে জানিয়েছেন পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় এজহারভূক্ত আসামী গাজী আমজাদ হোসেন। হত্যাকান্ডের ঘটনা মামলার হওয়ার পর থেকে সে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উদ্ভবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আমজাদকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।