মতবিনিময় সভা
নারায়ণগঞ্জ জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিয়া বলেছেন, জুলাই আগস্টের রক্তঋণের প্রতি কোন ধরনের অবজ্ঞা সহ্য করা হবে না।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময় করে নারায়ণগঞ্জের অগ্রাধিকার যোগ্য বিভিন্ন সমস্যাকে চিহ্নিত করেন। এর মধ্যে সর্বপ্রথম যে সমস্যাটি সমাধানের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন তাহলো নারায়ণগঞ্জ শহরের যানজট, যা অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আমরা নারায়ণগঞ্জকে একটি যানজট মুক্ত 'এ' গ্রেডের নগর হিসেবে দেখতে চাই। পাশাপাশি বিগত সরকারের আমলে যে সমস্ত ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সেগুলি প্রত্যাহারের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ জেলা প্রশাসককে দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করেন।
অবৈধ অস্ত্রের কথা উল্লেখ করে বক্তারা বলেন, জুলাই আগস্ট এর ছাত্রদের দমন করার জন্য যে সমস্ত অস্ত্র ব্যবহার হয়েছে এবং ৫ আগস্টে যে সমস্ত অস্ত্র বিভিন্ন জায়গা থেকে লুট হয়েছে সেই সমস্ত অস্ত্র উদ্ধার করা না গেলে আইনশৃঙ্খলার অবস্থা ঠিক করা সম্ভব নয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জেলা জামায়াতে ইসলামীর আমীর মমিনুল হক, মহানগর জামায়াত ইসলামীর সভাপতি আব্দুল জব্বার, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম সিরাজুল মামুন প্রমুখ।